Buy Now
22 December 2024
Travel Travel Blog Uncategorised

Solo Travel- Let’s try to do!

  • March 30, 2024
  • 0

Facebook WhatsApp Email সোলো ট্রিপ নিয়ে অনেকের অনেক প্রশ্ন এবং অনেকের প্রথমবার সোলো করার আগে নানান চিন্তা। আমি আমার অভিজ্ঞতা থেকে কয়েকটা কথা বলি.. এক রকম হয় যে

Solo Travel- Let’s try to do!
Facebook
WhatsApp
Email
সোলো ট্রিপ নিয়ে অনেকের অনেক প্রশ্ন এবং অনেকের প্রথমবার সোলো করার আগে নানান চিন্তা। আমি আমার অভিজ্ঞতা থেকে কয়েকটা কথা বলি.. এক রকম হয় যে একা কোনো গ্রুপে জয়েন করা, আর একটা হয় সম্পূর্ণ একা বেড়িয়ে পড়া। বক্তব্য দ্বিতীয়টা নিয়ে। যারা সাহসী তাদের কথা বাদ দিয়ে অনেকেই আছে যারা আমার মত ভীতু। তাদেরই মনে থাকে নানান প্রশ্ন। কোথা থেকে কী প্ল্যান করবে, কী দিয়ে শুরু করবে বুঝতে পারে না অনেকেই, আমিও পারতাম না ।
প্রথমত, খুব অচেনা একটা জায়গায় হঠাৎ করে একা বেড়িয়ে পড়লে নানান অসুবিধায় পড়তে হয়, সেটা আমরা সবাই জানি। তার চাইতে এমন একটা জায়গা যে জায়গাটার কিছুটা অন্তত চেনা সেরম জায়গা দিয়ে শুরু করলে সেটা অনেকটা চিন্তা মুক্ত হয়ে ঘোরা যায়। আমি আমার আগের ঘুরে আসা কোনো বিশ্বস্ত হোম স্টে তে একা যাওয়া প্রেফার করি। সেক্ষেত্রে পৌঁছনোর রুট, আর স্টে আমার চেনা। সেখান থেকে একা একা যেদিকে খুশি ঘুরলাম, চাইলে সেখানেই শুধু থাকলাম, চাইলে তার আশেপাশে কোনো গ্রামে থাকলাম, অন্তত আমার একটা ঠিকানা, কিছু মানুষ আর কিছু রাস্তা চেনা থাকায় আমি অনেক নিশ্চিন্ত হতে পারি। সম্পূর্ণ নতুন রুটে যেতে চাইলে হোম স্টে আর ড্রাইভার সম্পর্কে খুব ভালো ভাবে জেনে তারপর যাওয়া উচিত। যাওয়ার আগে, সমস্ত ইনফরমেশন অবশ্যই কাছের মানুষদের সাথে শেয়ার করা উচিত কিন্তু কোনো ভাবেই সোশ্যাল মিডিয়ায় এই সম্পর্কে কোনো তথ্য শেয়ার করা উচিত না, আই রিপিট – কোনো ভাবেই না। ফিরে এসে যা কিছু করুন, যাওয়ার আগে নৈব নৈব চ। ছবি তোলার জন্য ট্রাইপড, ব্লুটুথ সাটার তো আছেই, তবু বেড়াতে যাচ্ছেন, মঙ্গল গ্রহে যাচ্ছেন না তাই ড্রাইভার বা রাস্তার কোনো মানুষকে দিয়ে ছবি তোলাতেই পারবেন। লাস্ট বাট নট দ্যা লিস্ট , ফিরে আসার পর গল্প করতে গেলেই লোকে সন্দেহের বশে যে প্রশ্ন গুলো করবে তাতে মুচকি, চওড়া, সোজা কিংবা বাঁকা হাসি দিয়ে ইগনোর করতে শিখুন। যান, আর ঘোরার সাথী হবার জন্য বার বার অনুরুধ দিতে হবে না কাউকে, ঘুরে আসুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *